CORONA: কেমন আছে আজকের বাংলা, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি(০২-০৩-২০২২)
বর্তমান সময়ে দিন দিন কমছে দেশে করোনা মহামারির ধাক্কা। পাশাপাশি এখন আগের খারাপ পরিস্থিতি কাটিয়ে সুস্থের পথে চলছে ভারত। রিপোর্ট অনুযায়ী, দেশবাসী কিন্তু বড়সড় পতন দেখতে পেয়েছে কোভিড গ্রাফে। তবে রিপোর্ট অনুযায়ী, বর্তমানে করোনার সংখ্যা কিন্তু সামান্য বাড়তে দেখা গেল। দেশে বিগত ২৪ ঘণ্টায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫৪ জন। পাশাপাশি গতকাল মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২২৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতে ৬ হাজার ৯১৫ জন আক্রান্তের মধ্যে ১৮০ জন মারা গেছেন বলে জানা গিয়েছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬৮০ জন।
স্বাস্থ্য বিভাগের সূত্র অনুযায়ী, মঙ্গলবার মহারাষ্ট্রে মোট ৬৭৫ জন করোনা আক্রান্তের মধ্যে ১০৪ টি ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তবে এর মধ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বর্তমান সময়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৮ লক্ষ ৬৬ হাজার ৩৮০ জন। মৃতের সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৭০৬ জন। সোমবার মহারাষ্ট্রে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪০৭ জন। সেই সঙ্গে চার জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ১০৪ টি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও পাওয়া গেছে।