দেশ

সরকার টিকিয়ে রাখার জন্য নতুন পন্থা খুঁজে পেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, জেনেনিন কি সেই পন্থা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকার টিকিয়ে রাখার নতুন উপায় বের করলেন। তিনি মনে করেন সব বাড়িতে যদি স্বামী বিবেকানন্দের ছবি লাগালে সরকার দীর্ঘ স্থায়ী হবে। তবেই নাকি কোনও বাধা বিপত্তি ছাড়াই ৩০-৩৫ টিকে যাবে সরকার। বিজেপি সিপিআইএমের রাজ্ শেষ করে বিগত আড়াই বছর ধরে নিজের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেমেছে। এরই মধ্যে তিনি উপায় বের করে ফেললেন, কিভাবে আগামী ৩৫ বছর ক্ষমতায় কায়েম রাখা যায়।

গতকাল, আগরতলায় বুধবার বিজেপি প্রদেশ দফতরে মহিলা মোর্চার রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই বৈঠকে তিনি বলেছিলেন, ‘ছোট বেলায় আমি দেখতাম ত্রিপুরায় প্রায় সিংহভাগ বাড়িতেই থাকতো জ্যোতি বসু, স্তালিন, মাওসে তুংয়ের ছবি। সেখানে আমাদের ইষ্ট দেবতার ছবি থাকে, সেখানেই এসের ছবি থাকতে দেখতাম’।

এরপর এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ত্রিপুরার প্রায় ৮০% বাড়িতে যদি এখন থেকেই স্বামী বিবেকানন্দের ছবি লাগানো হয়, তাহলে দেখবেন এই সরকার টানা ৩০-৩৫ বছর রাজ্ করবে। ভারতের সংস্কৃতি মানুষের কাছে তুলে ধরলে, তবেই তো মানুষ আমাদের বুঝবে। এই বিগত আড়াই বছরে আমরা কটা বাড়িতে বিবেকানন্দের ছবি লাগাতে পেরেছি ? এই দায়িত্ব মহিলা মোর্চার কর্মীরা নিলে কেমন হয়’ ?

Back to top button