দেশ

Bollywood: হৃত্বিককে ফের খোঁচা কঙ্গনার, নিজের Lock Upp-এ শোতে যা বললেন তিনি

বলিউড ( তারকা ) হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাউতের সম্পর্কের কথা জানে না এমন লোকের সংখ্যা অনেক কম। তবে একাধিকবার হৃত্বিকের বিরুদ্ধে প্রেমে প্রতারণার অভিযোগ আনেন কঙ্গনা।কোর্ট কাছারির পর্যন্ত পৌঁছে গিয়েছিল হৃত্বিক-কঙ্গনার রিলেশনশিপের জটিলতা।তারপর বহু সময় ধরে দুপক্ষের মধ্যে সেই রকম বিবাদ দেখা না গেলেও আবারও নিজের শো (Show) লোক আপের (LOCK UP) প্রিমিয়ার নাইটে হৃ্ত্বিকের দিকে আঙ্গুল তুললেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন।

এই দিন কঙ্গনা তার শো-তে শুরুর দিকে তিনি জানান,’মানুষজন ভয় পাচ্ছে তাঁর এই রিয়ালিটি শো-কে নিয়ে। হয়ত তাঁদের মুখোশ খুলে যাওয়ার ভয় আছে।’ পাশাপাশি তিনি এটাও বলেন,’ যাঁরা ৫ বছর ধরে আমাক এড়িয়ে চলেছেন, তাঁরা আমচকাই কথাবার্তা শুরু করেছে। ‘ আর এর পরেই তিনি বলেন, “লোকজন পাঁচটা আঙুল জুড়ে হাত জোড় করছে… আর ছয় আঙুলওয়ালাদের গলা শুকিয়ে যাচ্ছে”।ছয় আঙ্গুলওয়ালা বলতে কঙ্গনা (Kangana Ranaut) ঠিক কাকে উদ্দেশ্য করেছেন তা আর নতুন করে বোলে দিতে হবে না। কথায় আছে না সমঝদারও কে লিয়ে ইশারা….।

Back to top button