দেশ

BigNews: পোস্ট অফিসে সম্পূর্ণ বন্ধ এই পরিষেবা, বড় সিদ্ধান্ত নিলো সরকার, না জানলে পড়বেন বিপাকে

পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর -এ যাদের একাউন্ট আছে সেই সব গ্রাহকদের জন্য একাউন্টের সাথে আধার কার্ড ও পানকার্ড লিংক কড়া বাধ্যতামূলক করে দিলো সরকার। যদি আধার প্যান সংযোগ না থাকে তাহলে কোনোভাবেই লেনদেন করতে পারবে না গ্রাহক।

সম্প্রতি এমনি নির্দেশিকা জারি করেছে ডাকবিভাগ। সেই নির্দেশিকায় বলা হয়েছে ২০ হাজার বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক। ৫০ হাজার বা তার উপরে লেনদেন করতে হলে প্যান কার্ড নম্বর থাকতেই হবে।

তবে জানা গেছে অসংখ্য গ্রাহক এর আগে প্যান ও আধার নম্বর ডাকঘরে জমা করেছেন কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রে তা ‘আপলোড’ হয়নি। আর তার মাঝে ডাকঘরের এই নির্দেশ কিছুটা ভোগান্তি বাড়ালো গ্রাহকদের।

প্রসঙ্গত, ক্ষমতায় আর পর থেকেই মোদি সরকার বেশি করে জোর দিয়েছেন দেশের ডিজিটালাইজেশন -এ। ডিজিটালি সমস্ত সুবিধা দেশের কোটি কোটি সাদাহরণ মানুষের কাছে পৌঁছে দিতেই নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সবার প্রথম জনধন যোজনা দিয়েই মোদী দেশের সকল মানুষকে যুক্ত করেছেন ডিজিটাল ব্যাংক একাউন্টের সাথে। এরপর মোদী সরকারের বিভিন্ন উদ্যোগ এ প্রাধান্য পেয়েছে ডিজিটালাইজেশন।

Back to top button