BigNews: রাশিয়া ও ইউক্রেনের কথা তিন মাস আগে থেকেই জানতেন মোদী! তীব্র অভিযোগ মমতার
উত্তরপ্রদেশে যোগীর হয়ে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, বিশ্বে ভারতের ক্রমবর্ধমান শক্তির কারণেই ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে আনা যাচ্ছে। আর এই বক্তব্যেরই পাল্টা প্রতিবাদে অখিলেশের হয়ে সমর্থনে এসে নরেন্দ্র মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন তিনি তার বক্তব্যে বলেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের দুর্দশার জন্য দায়ী একমাত্র মোদীই। পাশাপাশি তিনি এটাও বলে বসেন, মোদী ৩ মাস আগেই এই বিষয়টি জেনে গিয়েছিলেন।
আজ, বুধবার ২রা মার্চ (March) উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাশিয়া ও ইউক্রেন-এর মধ্যে হওয়া সংকটের কথা প্রধানমন্ত্রী মোদী তিনমাস আগে থেকেই জানতেন। কিন্তু তার পরেও সেখানে থাকা ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন করেন তিনি। পাশাপাশি তিনি এটাও বলেন, বিমানে করে উদ্ধার করে আনা দায়বদ্ধতা, যেই সরকারে থাকবে, তাকে কাজটা করতে হবে।