দেশ
BigNews: বজরং দলের কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৩ জন, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
কর্নাটকে বজরং দলের কর্মীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। এই খুন হিজাব বিতর্কের জেরে নয় ব্যাক্তিগত শত্রুতার কারণেই হয়েছে বলে দাবি পুলিশের। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে। ঘটনায় জড়িত কাফিস নামে এক ব্যক্তিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে পুলিশ।এর পর তাকে জেরা করা হলে উঠে আসে আরও দু’জনের নাম এবং তাদেরকেও গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, এই খুন হিজাব বিতর্কের জেরেই হয়েছে প্রকাশ্যে দাবি জানিয়ে ছিলেন অনেকেই। কিন্তু পুলিশ তদন্তের মাধ্যমে জানা গিয়েছে যে হিজাব ঘটনার রেশ নয় ব্যক্তিগত শত্রুতার কারণেই খুন হতে হয়েছে কর্নাটকের বজরং দলের সদস্যকে। প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল বজরং দলের নেতাকে। ঘটনার পরেই উচ্চ সতর্কতা জারি করা হয় গোটা এলাকায়।