দেশটেক নিউজ

BAN হল লক্ষ লক্ষ ভারতীয় Whatsapp, আপনিও কি রয়েছেন সেই তালিকায়? তাহলে জানুন কারণ

বিশ্ববিখ্যাত জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ( Whatsapp ) করা পদক্ষেপ নিচ্ছে তার গ্রাহক বিরুদ্ধে। ইতিমধ্যেই ব্যান ( BAN ) করা হয়ে গিয়েছে লক্ষ লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট। বিশ্ব বিখ্যাত ফেইসবুক ( Facebook ) পরিচালিত এই মেসেজিং অ্যাপ ইন্টারনেটের অপব্যবহারের এবং ব্যাপক অবাঞ্ছিত ও ক্ষতিকারক মেসেজ প্রেরণের জন্য নিষিদ্ধ বা ব্যান করেছে একাধিক অ্যাকাউন্ট।গতকাল, মঙ্গলবার সংস্থার তরফে এই খবর জানানো হয়। তাই এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার আগে এবং অবাঞ্ছিত মেসেজ করার পূর্বে হাজার বার ভাববেন নতুবা আপনার অ্যাকাউন্টও চলে আসতে পারে ব্যান হওয়া অ্যাকাউন্ট তালিকায়। মূলত সাধারণ ব্যবহারকারীদের নিরাপত্তার উদ্যেশেই এমন সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপের।

কীভাবে অ্যাকাউন্ট ব্যান করে হোয়াটসঅ্যাপ?এই মেসেজিং অ্যাপের অপব্যবহার রুখতে নিজস্ব টুলস এবং টেকনিক ব্যবহার করে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় কিংবা ম্যাসেজ চলাকালীন অথবা নেগেটিভ ফিডব্যাক রেসপন্স দেওয়ার সময় ক্ষতিকারক আচরণ শনাক্ত করতে পারে হোয়াটসঅ্যাপ। এবং তারপরেই সেই অ্যাকাউন্টের ওপর নির্দিষ্ট অ্যাকশন নেওয়া হয় এবং অ্যাকাউন্ট ব্যান করা হয়। সুতরাং একথা বলাই যায়, গ্রাহকদের নিরাপত্তা দিতে কোনোরকম অবিবেচনাপ্রসূত আচরণে ছাড় দেবেনা হোয়াটসঅ্যাপ।

Back to top button