দেশ

ফের একলাফে ১০৮ টাকা বাড়ল গ্যাসের দাম, কারণ কি জেনেনিন

আবারো একবার বাড়লো গ্যাসের দাম। ১০৮টাকা করে দাম বেড়েছে সিলিন্ডার প্রতি। ১ মার্চ, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম। তবে বাড়িতে রান্নার ব্যাবহৃত গ্যাসের দাম আপাতত বাড়ানো হচ্ছে না। তবে ১৯ কেজির সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক কাজে ব্যাবহৃত গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে বেড়ে ১০৯৫ টাকা করে হয়েছে। বিশেষজ্ঞদের মতে এর জন্য সাধারণ মধ্যবিত্তের জীবনে সরাসরি প্রভাব না পড়লেও, পরোক্ষ ভাবে প্রভাব পড়বে।

বিশ্ববাজারের দামের ওপর নির্ভর করেই রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয়। তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই এই মূল্যবৃদ্ধির কারণ বলে মনে করছেন অনেকেই। সূত্র অনুযায়ী, সোমবার মধ্যরাত থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এর মধ্যে পরিবর্তন করা হয়েছে। গত বছরের নভেম্বরে রান্নার গ্যাসের দাম ছিল ২ হাজার ১৭৭ টাকা। পরে সেই দাম কমে। সেই তুলনায় এখনও বাণিজ্যিক গ্যাসের দাম আয়ত্তের মধ্যে রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এই বাণিজ্যিক গ্যাস সাধারণত ব্যবহার করা হয় হোটেল বা রেস্তোরাঁয়। তাই এই মূল্যবৃদ্ধির কারণে কেনা খাবারের দামে প্রভাব পড়তে পারে।

ভারত সাধারণত এই গ্যাস বিদেশ থেকেই আমদানি করে। তবে তথ্য বলছে যে, ২০২০ সালে ১ কোটি ৪০ লক্ষ টন গ্যাস আমদানি করেছে ভারত। তাই বিশ্ব বাজারের দামের ওপরেই নির্ভর করেই গ্যাসের এই দাম।

Back to top button