দেশ

পথের কুকুরদের খাওয়ানোর কারণে ৮ লাখ টাকা জরিমানা! প্রতিবাদে শামিল সমাজকর্মীরা

রাস্তার কুকুরদের ডেকে খাবার দেওয়ার কারণে একজন নারীকে আট লাখ টাকা জরিমানা করেছে আবাসিক এলাকা ব্যবস্থাপনা কমিটি। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

আবাসিক এলাকার বাসিন্দা অংশু সিংহ সাংবাদিকদের জানান, কুকুরগুলোকে খেতে দেওয়ার জন্য দিন প্রতি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরই মধ্যে তার সেই জরিমানা আট লাখ টাকায় পৌঁছেছে।

লীলা বর্মা নামে আবাসিক এলাকার অন্য এক বাসিন্দার অভিযোগ, আবাসিক এলাকার ভেতরে কুকুর ঘুরে বেড়ায়। সেই কুকুরগুলোকে আবাসিক এলাকার অনেক বাসিন্দা খেতে দেন। তাদের খেতে দেওয়ার বিষয়টি অনেক দিন ধরেই লক্ষ করছিলেন আবাসিক এলাকার নিরাপত্তারক্ষী।

কারা কুকুরগুলোকে খেতে দিচ্ছে, তাদের নামও নথিভুক্ত করে রেখেছিলেন। তার পর সেই নামগুলোপ ম্যানেজমেন্ট কমিটির হাতে তুলে দেন তিনি। তার পরই জরিমানার খাঁড়া নেমে আসে ওই ব্যক্তিদের ওপর।

যদিও কমিটি বিষয়টি অস্বীকার করেছে। কমিটির সম্পাদক বিনীতা শ্রীনন্দনের পাল্টা অভিযোগ, কুকুরের জন্য বাচ্চারা আবাসন চত্বরে ঠিক মতো দৌড়াদৌড়ি করতে পারে না। বয়স্ক ব্যক্তিরাও ভয়ে থাকেন। তাছাড়া কুকুরগুলো যত্রতত্র নোংরা করে।

তাদের অত্যাচারে এবং ডাকাডাকিতে আবাসনের বাসিন্দারা রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না। কুকুরদের জন্য আশপাশ ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও কিছু বাসিন্দা তাদের খেতে দেয় বলে অভিযোগ কমিটির সম্পাদকের।
সূত্র: এনডিটিভি।

Back to top button