রাস্তার মাঝে ১৫ মিটার ফাটল: ভয়াবহ ধ্বসের ফলে ছড়িয়ে পড়ছে তীব্র আতঙ্ক!

চুমকি মাইতি, কলকাতা: ভয়াবহ ধ্বস নামল মুর্শিদাবাদ ও ঝাড়খণ্ডের সংযোগস্থলে ৩৪ নং জাতীয় সড়কের অ্যাপ্রোচ রোড এলাকায়। ধ্বসের ফলে প্রায় ১৫ মিটার অংশ জুড়ে
ফাটল সৃষ্টি হয়েছে। যার জন্য আতঙ্কের কবলে উক্ত এলাকা।
সেতুর নীচে রেলপথ থাকায় এলাকার বাসিন্দারা আরও আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনার ফলে। তাদের আশঙ্কা যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী তাপস দাস এবং নুরুল হক বলেন, “কোনো কিছু বুঝে ওঠার আগেই বিকট আওয়াজে হুরমুরিয়ে ধ্বস নামে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছান। সূত্রের খবর, ধ্বস নামার ফলে মুর্শিদাবাদ ও তার পড়শি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। যে ১৫ মিটার এলাকা জুড়ে ফাটল সৃষ্টি হয়, তার চারিদিক দ্রুত ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধি দল।
একেই তীব্র শীত তার ওপর দফায় দফায় বৃষ্টিপাত পরিস্থিতি আরও জটিল করে তোলে। বৃষ্টিপাতের ফলে একমুখী ঢালের সৃষ্টি হয়। সড়ক কর্তৃপক্ষের তরফে ‘ক্রেট করিডোর’ বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। কিন্তু ফাটলের ফলে মাথায় হাত পড়ে ব্যবসায়ীদের। আগত বৃষ্টিপাতের সম্ভাবনা অশনিসংকেত সৃষ্টি করে তাদের ব্যবসায়িক পথে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, যেই ব্রিজে মাত্র কয়েক মাস আগে কাজ হয়েছে সেখানে এত তাড়াতাড়ি ধ্বস নামে কিভাবে! এটা নিছকই দুর্ঘটনা নাকি নিম্মমানের ব্রিজ নির্মাণ! কিন্তু স্থানীয়দের এই প্রশ্নের উত্তরে মুখ খোলেননি কর্তৃপক্ষ।
তবে কি কোনো গাফিলতি আছে কর্তৃপক্ষের!