দেশ

করোনা: ১ দিনে আক্রান্ত ১৬,৪৬৪ জন, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (১ আগস্ট ২০২২)

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে নতুন করে করোনা সাকরামান হয়েছে ১৬ হাজার ৪৬৪ জনের। গত তিনদিনে যা ছিল ২০ হাজারের কোঠায়। তবে আজ সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে কিছুটা।

টানা ৩ দিন ধরে করোনা গ্রাফ ছিল ২০ হাজারের বেশি ছিল। সেই তুলনায় কিছুটা হলেও এবার স্বস্তি দিলো করোনা গ্রাফ। সকালে প্রথম দিনেই কোবিদ গগ্রাফের পতন যোগাচ্ছে আসার আলো বলে মত বিশেষজ্ঞদের। কারণ এবার অনেকটাই কমে গেলো দৈনিক আক্রান্তের সংখ্যা।

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।

Back to top button