দেশ

করোনা ঠেকাতে RBI দিল এক বিশেষ পরামর্শ, জেনেনিন বিস্তারিত

করোনা নিয়ে চিন্তিত গোটা বিশ্বের মানুষ।বর্তমানে করোনা আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে।এই ভাইরাস আস্তে আস্তে গোটা বিশ্বকে গ্রাস করে ফেলছে।ফলে নানা গুজব ছড়িয়েছে চারিপাশে।আর এই গুজবের কারণেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছে।

এই পরিস্থিতিতে RBI সাধারণ মানুষকে আরও বেশি ডিজিটাল পেমেন্টের নির্দেশ দিল।টাকার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস, আর এই গুজবে সাধারণ মানুষ আরও বেশি করে আতঙ্কিত হয়েছে। তাই আজ RBI জানিয়েছে, ‘ফান্ড ট্রান্সপার, বিল পেমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে ইউপিআই, এনইএফটি ব্যবহার করুন। ভাইরাস সংক্রমণ ঠেকাতে মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন। যেকোনও রকম নগদের ব্যবসা এড়িয়ে যান।’

Back to top button