দেশ
অবাক কান্ড! মোদির দেওয়া সন্মান, ফিরিয়ে দিলেন ৮ বছরের বালিকা
ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বের অন্যতম খুবই জনপ্রিয় কণ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেছে লিসিপ্রিয়া।সে ইতিমধ্যেই বিশ্বশান্তি পুরস্কারও জিতেছে।এবার সেই মেয়েটিই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্মান ফিরিয়ে দিয়েছেন।
তাকে সন্মান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক ট্যুইট করে জানানো হয়। কিন্তু অপরদিকে লিসিপ্রিয়া কিছুক্ষন পরেই সেই ট্যুটের জবাবে লেখেন, “প্রিয় নরেন্দ্র মোদী, আমার আওয়াজ আপনাদের কাছে না পৌঁছলে আমাকে সন্মানিত করেবনেন না।অনেক অনুপ্রেরণাদায়ী নারীদের মধ্যে আমাকে মনোনীত করার জন্য ধন্যবাদ।অনেক ভেবেচিন্তেই আমি এই সন্মান ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
একারণেই বোধ হয় তাকে অনেকেই ‘ভারতের গ্রেট’ বলে ডাকে থাকেন।যদিও এতে আপত্তি আছে লিসিপ্রিয়ার।