দেশ

বৈঠকে বিরোধীদের সঙ্গে তীব্র মতবিরোধ সরকার পক্ষের, ওয়াকফ বিল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

আগামী বুধবার লোকসভায় উত্থাপিত হবে ওয়াকফ সংশোধনী বিল। এই বিল নিয়ে ৮ ঘণ্টা ধরে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। তবে মঙ্গলবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির (BAC) বৈঠকে ওয়াকফ বিল নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দেয়। ভবিষ্যতে BAC বৈঠকে অংশ নেওয়া নিয়ে বিরোধীরা ভাবনাচিন্তার কথা জানিয়েছে।

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আর বেশি দিন বাকি নেই। ৪ এপ্রিল এই অধিবেশন শেষ হবে। এই সময়ের মধ্যেই কেন্দ্র ওয়াকফ বিল পাস করাতে তৎপর। বিলটি নিয়ে আলোচনার জন্য একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। সেখানে বিরোধী সাংসদরা বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। তবে যৌথ কমিটির পক্ষ থেকে বাজেট অধিবেশনের শুরুতেই বিলটি লোকসভায় জমা দেওয়া হয়।

এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে BAC-র বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধী ও শাসকপক্ষের সাংসদদের মধ্যে তীব্র বাদানুবাদে বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধীরা ওয়াকফ বিল নিয়ে ১২ ঘণ্টা আলোচনার দাবি জানান, যেখানে সরকার পক্ষ ৪ ঘণ্টা চেয়েছিল। অবশেষে ৮ ঘণ্টা আলোচনায় সমঝোতা হয়।

বিরোধীরা অভিযোগ করেছে, BAC বৈঠক সরকারের এজেন্ডা চালানোর জন্য ব্যবহৃত হচ্ছে। তাদের দাবি, মণিপুর ইস্যুতে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছিল। ভোটার কার্ডে এপিক নম্বর নিয়েও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই দাবি উপেক্ষিত হয়েছে বলে তারা ক্ষোভ প্রকাশ করে। বৈঠক থেকে ওয়াক আউট করেন বিরোধীরা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এভাবে চললে ভবিষ্যতে BAC বৈঠকে যোগ দেব কি না, তা নিয়ে আমাদের ভাবতে হবে।”

এদিকে, কেন্দ্র তিন দিনের মধ্যে লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ বিল পাস করাতে উদ্যোগী। প্রয়োজনে বাজেট অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। ওয়াকফ বিল নিয়ে লোকসভা ও রাজ্যসভায় উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এনডিএ-র শরিক দলগুলি এই বিল সমর্থন করবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Back to top button