দিল্লির পর CAA বিক্ষোভ শুরু নতুন রাজ্যে, বন্ধ ইন্টারনেট পরিষেবা

CAA -এর সমর্থনে ও বিপক্ষে সংঘর্ষ, বিক্ষোভ, মৃত্যু লেগেই আছে, রাজধানীতে এই সংশোধিত আইনে হিংসার কারণে বহু মানুষ আহত হয়েছে, মৃত্যু হয়েছে বহু মানুষের।রাজধানীতে এর রেশ কাটতে না কাটতেই CAA নিয়ে এবার প্রতিহিংসা পরিস্থিতি সামলাতে মেঘালয়ে বন্ধ করা হলো ইনর্টারনেট পরিষেবা।পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শিলং-সহ একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।সেই এলাকা গুলিতে পরিস্থিতির মোকাবিলা করার জন্য সেখানে নামানো হয় সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স।পূর্ব খাসি পার্বত্য অঞ্চলে ইচ্ছামতি এলাকায় কেএসইউ ও অ-জানজাতিদের মধ্যে এক বৈঠক চলেছিল।তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।এই সংঘর্ষের ফলে বিক্ষোভকারীরা কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে ও একাধিক গাড়িতে ভাঙচুর চালায়।এর ফলে প্রচুর সম্পত্তির ক্ষয়-ক্ষতি হয়।
এই সংঘর্ষের কারণে লুরসাই হাইনিউটা নামের এক কেএসইউ সদস্যের মৃত্যু হয়।সংঘের থামাতে গিয়ে বহু পুলিশ কর্মী আহত হন।মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নির্দেশে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।মেঘালয়ে যে ৬টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সেই এলাকা গুলো হলো:- পূর্ব জয়ন্তী, পশ্চিম জয়ন্তী, পূর্ব খাসি, রিভাই, পশ্চিম খাসি ও দঃ-পঃ খাসি পার্বত্য এলাকা।