
৩৭০ ধারা প্রত্যাহারের পর বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন হয় সেখানকার পর্যটন শিল্প।তাই অনেকের মনে কাশ্মীর ঘোরার হচ্ছে থাকলেও সংশয়ের কারণে অনেকেই শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে তাদের কাশ্মীর ঘোরার পরিকল্পনা।আসন্ন এপ্রিল থেকেই শুরু হতে চলেছে নতুন ভ্রমণের মরসুম তাই কাশ্মীরের বিভিন্ন ভ্রমণ সংস্থা কলকাতায় এসে প্রচার করছে যে এখন কাশ্মীরে রয়েছে ভ্রমণের জন্য অনুকূল পরিবেশ।
রাজ্যের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পর্যটন মেলায় এবার তাই কাশ্মীর থেকে এসেছে ২৮ টি সংস্থা ও জম্মু থেকে এসেছে ১১ টি সংস্থা।বিভিন্ন পর্যটন সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন এপ্রিল থেকে নভেম্বর কাশ্মীরে ঘোরার আদর্শ সময়।সাধারণত কাশ্মীরে অমরনাথ যাত্রার দিকেই তাকিয়ে থাকেন পর্যটন ব্যবসায়ীরা।
তাই এইমুহূর্তে ওই ভ্রমণ সংস্থার মালিকদের আবেদন কাশ্মীরে বর্তমানে সকল ব্যবস্থায় চালু আছে।যদিও কাশ্মীর ঘাঁটিতে বর্তমানে ২ জি ব্যবস্থা চালু আছে কিন্তু সরকার আশ্বাস দিয়েছে শিগ্রই ৪ জি নেটওয়ার্ক চালু হয়ে যাবে যাতে ভ্রমণার্থীদের অসুবিধা না হয়।
তবে নতুন এক তথ্যে জানা গেছে কাশ্মীর ৩৭০ ধারা বিলোপের পর ভ্রমণার্থীদেড় সংখ্যা কমে গেছে প্রায় ২৬ লক্ষ।তাই পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন এবার সব ব্যবস্থা প্রতিকূল হওয়ায় তাদের ব্যবসা আগের বছরের তুলনায় অনেক ভালো হবে।