আইনের ফাঁসে চাকরি!,তৃতীয় সন্তান নিয়ে বিপাকে ১০০০সরকারি কর্মী
ভারতের মধ্যপ্রদেশের ভোপালের এক হাজার সরকারি শিক্ষক-কর্মচারী বিপাকে পড়েছেন। দুটির বেশি সন্তান থাকার ‘অপরাধে’ তাদের শোকজ করা হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজ্য সরকারের কর্মকর্তা এ কে মোডগিল বলেন, ঐসব লোকজনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। অনেকেই এখন বলছেন, সরকারি নিয়ম জানতেন না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল না।
কী সেই আইন? ২০০০ সালে মধ্যপ্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, কোনো সরকারি কর্মচারী ২০০১ সালের ২৬ জানুয়ারির পর দুটির বেশি সন্তান যদি নেন তাহলে তাদের চাকরি থাকবে না। এদিকে রাজ্যে শিক্ষা দফতরের দাবি, সরকার ঐ নিয়মের কথা কর্মীদের জানায়নি।
বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন রাজ্যের এক বিধায়ক। তিনি বিধানসভায় জানতে চান, ২০০০ সালে রাজ্য সরকারের ঐ নির্দেশিকা অনুযায়ী এখন পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
সেই তথ্য খুঁজতে গিয়েই দেখা গেছে যে, মোট এক হাজার জনকে তৃতীয় সন্তান নেওয়ার জন্য শোকজ করা হয়েছে।
এদিকে সরকারের এমন কাণ্ডে প্রবল ক্ষুব্ধ শিক্ষাক মহলের একাংশ। মোহন সিং নামে এক শিক্ষক জানান, ঐ রকম একটি শোকজ লেটার আমাদের ধরানো হয়েছে। আমরা জানিয়েছি, চাকরির নিয়োগপত্রে সন্তান নিয়ে কোনো কথা লেখা ছিল না। যাদের নিয়োগপত্রে ঐ শর্ত দেওয়া রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।