নিউজ

মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাথে তুলনা, কঙ্গনার বিরুধ্যে হলো ‘দেশদ্রোহের’ মামলা

বিপদের মুখে কঙ্গনা। মুম্বাই ঢুকতে দেওয়া হচ্ছে না কঙ্গনা কে। ভাঙচুর হয়েছে তার অফিস। একের পর এক সংঘাতের মুখোমুখি হতে হচ্ছে কঙ্গনাকে।এমন কি হচ্ছে মুম্বাই পুলিশের গাফিলতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যেই?সুশান্তের মৃত্যুর পর থেকেই এমনটা হয়ে যাচ্ছে।

এতকিছুর পর শান্ত হয়নি মহাঅস্ত্র সরকার। এরপর শিবসেনা থানায় মামলা করে দেশ দ্রোহীর। তাদের দাবি মুম্বাইয়ের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তার জন্য ক্ষমা চাইতে হব।

সুশান্ত কেসের পর মুম্বই পুলিসের উপর ভরসা রাখতে পারেননি কঙ্গনা। তিনি মুম্বাইকে তালিবান সাম্রাজ্যের সাথেও তুলনা করেছিলেন এবং তিনি মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের’ সঙ্গে তুলনা করেছিলেন। এরপরেই সঞ্জয় রাউত মুখ খোলেন । এইব্যপারে, শিবসেনা জানায়, মুম্বইতে কঙ্গনাকে থাকলে গেলে ওই মন্তব্যের জন্য কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে। যদি কঙ্গনা ক্ষমা চান তবেই তাঁর মুম্বাইয়ে প্রবেশ মিলবে। ঠিক এরপরেই কঙ্গনা বলেন, কারোর বাপের ক্ষমতা থাকলে আমাকে আঁটকে দেখাক। এরপরেই খেসারত দিতে হচ্ছে কঙ্গনাকে।

Back to top button