কলকাতা

‘মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন’ -দাবি দিলীপের

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের কণ্ঠে তৃণমূল সরকারের বিরুদ্ধে একই সুর শোনা গেলো। আজ নবান্ন অভিযানে যোগদান করার পর মুকুল রায় বলেন, ‘ইতিহাস দেখেনিন, এখনও পর্যন্ত যে সমস্ত সরকার প্রশাসন নির্ভর হয়ে পড়েছিল তাদের ফল খারাপ হয়েছে। এখানে তৃণমূল সরকার সম্পূর্ণভাবে প্রশাসন নির্ভর হয়ে পড়েছে। বিজেপি শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছে। যদি কোথাও পুলিশ পথ আটকায়, সেখানেই আটকে পড়বো।’

আবার অপরদিকে তৃনামলের বিরুদ্ধে সুর ছড়িয়ে দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন তখন লকডাউন ঘোষণা করার অভ্যাস রয়েছে। আজকে পশ্চিমবঙ্গে সাধারণ ধর্মঘট এর মতো অবস্থা তৈরী করেছেন তিনি। গোটা কলকাতাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।’ দিলীপ ঘোষের কথায়, পুলিশ হলদিয়া, বর্ধমান-সহ বিভিন্ন হাউযেতে বিজেপি কর্মীদের পথে আটকাচ্ছে। যত লোক বল নিয়ে নবান্ন অভিযান করার কথা ছিল তাঁর থেকে ১০% লোক আসতে পেরেছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।

এর পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন যে, তৃণমূল সরকার কার্যত ভয় পাচ্ছে। আতঙ্কবাদীদের গায়ে স্পর্শ করার সহ নেই, সেজন্য বিজেপি কর্মীদের টেনে হিচড়ে আন্দোলনে যোগ দেওয়া থেকে আটকানো হচ্ছে। দিলীপ ঘোষ আরও বলেন, ‘পুলিশ ইউনিফর্ম পড়া তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করছে’।

Back to top button