কলকাতা

BigNews: আনিসের হত্যার প্রতিবাদে ছাত্রদের মিছিল রাজপথে, অভিযান আটকাতে ব্যারিকেড পুলিশের

খুন করা হয়েছে ছাত্র নেতা আনিস খানকে, তারই প্রতিবাদে এবং পুলিশের ভূমিকা নিয়ে শহর জুড়ে করা হয়েছে মিছিল। যে কারণে রাজ্য জুড়ে উঠেছে তোলপাড়। তাই সরকারের তরফ থেকে গঠন করা হয়েছে সিট এবং ইতি মধ্যেই তিনজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। তাছাড়াও দুজন পুলিশকে আজ তলব করা হয়েছে ভবানী ভবনে।

তবে মৃত ছাত্র নেতার পরিবারের দাবি CBI তদন্তের। তাছাড়াও আনিসের পরিবারকে নবান্নে মুখ্যমন্ত্রী ডাকলেও জাননি তাঁরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজ মহাকরণ অভিযান করছে। আর ঠিক তার আগেই মিছিল আটকাতে শহর জুড়ে ব্যারিকেড বসাচ্ছে পুলিশ।আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে দুটি মিছিল বেরিয়েছে। দুটি মিছিল ভিন্ন পথে একই গন্তব্যে যাবে, একটি মিছিল পার্কস্ট্রিট থেকে মৌলালির দিকে এগোচ্ছে। আরেকটি মিছিল এসএন ব্যানার্জি রোডে আছে। তবে তার আগেই শহরের নিরাপত্তা আরও কড়া করছে পুলিশ। আলিয়া মিছিল আটকাতে ধর্মতলায় পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে ইতিমধ্যে। জনবাজার, ডেরিনা ক্রসিং থেকে কলকাতা পুরসভা সব জায়গাতেই শহর জুড়ে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করছে পুলিশ।

Back to top button