কলকাতা

শোভনের হোর্ডিংয়ে ছেয়ে গেছে কলকাতা, তবে পোস্টারে পদ্মফুল থাকলেও নেই বিজেপির নাম

পুরো দক্ষিণ কলকাতায় ছেয়ে গেছেন শোভন চট্টোপাধ্যায় ।বিজেপির পদ্ম ফুল শোভন বাবুর সাথে হোর্ডিংয়ে আবার বড় জায়গা করে নিয়েছে।সেই হোর্ডিংয়ে শোভন বাবুকে আবেদনে বলা হয়েছে,”কলকাতার বেহাল দশকে পুনুরায় ফিরিয়ে আনতে এগিয়ে আসুন!”হোর্ডিংয়ের নিচে লেখা- প্রচারে নাগরিকবৃন্দ।

এই হোর্ডিং করা লাগিয়েছে? এ নিয়ে স্বভাবিক ভাবেই কৌতূহল তৈরী হয়েছে।এই হোর্ডিং বিজেপির তরফ থেকে লাগানো হয়েছে নাকি তা এখনও ভালোভাবে স্পষ্ট হয়ে যায়নি।অপর দিকে তৃণমূলের অনেকে ব্যঙ্গ করে বলেছে, নিজেকে প্রচারে আনতে শোভনবাবু লোক দ্বারা এই হোর্ডিং লাগান নি তো? গত বছর ১৯ আগস্ট শোভন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল।গতবার ভাই ফোটার সময় দুপুরে সবাইকে চমকে দিয়ে দিদির কালীঘাটের বাড়িতে চলে যান।তার সাথে তার বান্ধবী বৈশাখিকেও দেখা গিয়ে থাকে।এরপর শোভনবাবু নাকি আবার তৃণমূলে যোগদান করবেন এটা নিয়ে জল্পনা চরমে।আবার তিনি অমিত শাহের কলকাতা সভায় যাননি প্রাক্তন মেয়র।আর এই সব কারণেই শোভন চট্টোপাধ্যের ছবি নিয়ে কথাবার্তা চরমে।

Back to top button