আন্তর্জাতিক

সাংবাদিকদের সামনেই কাঁচা মাছ খেলেন দেশের মন্ত্রী, রীতিমতো শোরগোল রাজনৈতিক মহলে

শ্রীলংকার প্রাক্তন মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি ভরা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনেই কাঁচা মাছ চিবিয়ে খেলেন। আপনি হয়তো শুনেই অবাক হয়ে গেছেন তবে ঘটনাটি সত্যি। তবে কেন ওই মন্ত্রী এমন কান্ড ঘটালেন ?তার পেছনে রয়েছে দুটি কারণ। ঘটনাটি হলো সম্প্রতি কলম্বোর সেন্ট্রাল ফিশ বিভাগে আতঙ্ক ছড়িয়ে পরে যে সেই বিভাগের মাছের মধ্যে করোনা ধরা পড়েছে আর তারফলে কোনও করতেই মাছ কিনছিল না ফলে বন্ধ হয়ে গিয়েছিলো একাধিক দোকান। করোনা আতঙ্কের জেরে অনেকেই মাছ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

করোনা আতঙ্কের কারণেই শ্রীলংকার মাছ ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের সম্মুখীন হয়। দেশজুড়ে মাছের চাহিদা এক লাফে অনেকটাই কমে যায়। আর সেই কারণেই দেশের প্রাক্তন মৎস মন্ত্রী সাংবাদিক সম্মেলনে নিজেই কাঁচা মাছ কে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে মাছ খেতে কোনো অসুবিধা নেই। তিনি ওই সম্মেলনে সকলকে মাছ দেখিয়ে বলেন ‘ ” আমি এই মাছটা এনেছি এবং এটাকে আমি খেয়ে দেখাবো, যে আমার কোন সমস্যা হয় নাকি, যদি কাঁচা মাছ খেলে সমস্যা না হয় তাহলে সেটা রেঁধে খেলে তো অবশ্যই কোন সমস্যা থাকবে না”।

তিনি আরও বলেন যে,” কোন ভয়ের কারণ নেই আমি সকলকে অনুরোধ করব যে সকলেই মাছ খান, রান্না মাছ খেলে কোন সমস্যা হবে না”। কিছুদিন আগে শ্রীলংকায় নারকেল চাষে মন্দা দেখা দেওয়ার ফলে শ্রীলংকার নারকেল মন্ত্রী নারকেল গাছের উপর উঠে সাংবাদিকদের সামনে ভাষণ দিয়েছিলেন আর এবার শ্রীলংকার মৎস মন্ত্রী করলেন এই অদ্ভুত কাজ। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

Back to top button