আন্তর্জাতিক

বিশেষ: সকলের জন্য তৈরী হলো আইসক্রিম জাদুঘর, জেনেনিন কোথায় ?

যেন রূপকথার গল্প থেকে উঠে এসেছে একটি সংগ্রহশালা। যে দিকেই তাকাবেন, সে দিকেই শুধু আইসক্রিম। অবাক হচ্ছেন? সিঙ্গাপুরের পর্যটকরা এখন ‘আইসক্রিম সংগ্রহশালা’ না দেখে ফিরছেন না। আমেরিকার ‘মিউজিয়াম অব আইসক্রিম’-এর একটি শাখা সিঙ্গাপুরের এই জাদুঘরটি।

প্রায় ৬০ হাজার বর্গফুটের এই জাদুঘরে অভাব নেই দ্রষ্টব্যের।

আইসক্রিমের ইতিহাস থেকে তা তৈরি করার প্রণালী, সবই জেনে নেয়া যেতে পারে সেখানে। রয়েছে রেস্তোরাঁ, খেলার জায়গা এবং জামা-কাপড়ের দোকানও।

জাদুঘরের ভেতরেই রয়েছে একটি সুইমিং পুল। তবে পানি নেই তাতে। আইসক্রিমের উপরে যে সব নানা রঙের জিনিস ছড়ানো থাকে, তেমনই জিনিসে ভরা সে পুল। তবে জিনিসগুলো আসল নয়। তুলে খাওয়া যাবে না। প্লাস্টিক দিয়ে তৈরি রং-বেরঙের খেলনা দিয়ে ভরা পুলটি। চাইলে সেই পুকুরে নামতেও পারেন পর্যটকরা।

তবে হঠাত্‍ হাজির হলেই ঢোকা যাবে, এমন নয়। আগে থেকে কাটতে হয় টিকিট। পাশাপাশি রোগজীবাণু থেকে বাঁচতে মেনে চলতে হয় কড়া নিয়ম। বৃহস্পতিবার থেকে রবিবার, সপ্তাহে চার দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে সংগ্রহশালাটি।

Back to top button