নিউজঅফবিট

ভবিষ্যতে আরো সস্তা হবে সৌরবিদ্যুৎ, নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা

ধীরে ধীরে আধিপত্য বিস্তার করছে সৌর বিদ্যুৎ। সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এখন বিশ্বের অনেক দেশেই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আর সবচেয়ে বড় সুখবর হলো ভবিষতে আরও সস্তা হতে চলেছে সৌরবিদ্যুৎ। সৌর শক্তি হলো এমন একটি অফুরন্ত সম্পদ যা থেকেই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সমস্ত শক্তি। এমনকি বর্তমানে প্রচলিত শক্তি যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল ইত্যাদি আসলে বহু দিনের সঞ্চিত সৌরশক্তি।

আর সূর্য হলো বিশাল বড় একটি নিউক্লিয়ার পাওয়ারের গোলা। আমাদের পৃথিবীর প্রত্যেক বর্গমিটারে সূর্য প্রায় ১০০০ ওয়াট এনারজির বর্ষণ করে। আমরা যদি এই সম্পূর্ণ এনার্জিকে ধরতে পারি তাহলে আমাদের পৃথিবীর সমস্ত এনার্জি কে ধরে ফেলা যাবে সহজেই। তবে যতটা সহজ করে ভাবা যায় বিষয়টি ততটাও সহজ নয়। কারণ সূর্য সরাসরি পৃথিবীতে ইলেক্ট্রিসিটি পাঠায়না। সূর্য ইলেক্ট্রিসিটি পাঠায় আলো ও তাপের মিশ্রণ ঘটিয়ে। আর এই আলো আর তাপ কে বিদ্যুতে রূপান্তরিত করতে প্রয়োজন হয় সোলার সেল।

আর এখন প্রশ্ন হচ্ছে সোলার প্যানেল কি ?সৌর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য ঘরের ছাদে বা বাইরে লাগানো থাকে এই সোলার প্যানেল। আর সেই সোলার প্যানেলের সাথে লাগানো থাকে একটি ব্যাটারি ও চার্জ কন্ট্রোলার। আর সৌর কিরণ সোলার প্যানেলের সাহায্যেই রূপান্তরিত হয়ে তৈরী হয় বিদ্যুতে। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের কারণেই ধীরে ধীরে সৌরশক্তি উৎপাদনের খরচ কমে যাচ্ছে। আর জীবাস্ম জ্বলানির তুলনায় বর্তমানে সৌরশক্তি অনেকটাই সহজলভ্য ও সস্তা। আর গত ১০ বছরে ভারত সহ গোটা বিশ্বে বেড়েছে সৌর শক্তির ব্যবহার।

অন্যান্য দেশের তুলনায় ভারতে সূর্যের আলোর পরিমান অনেকটাই বেশি তাই ভারতে সোলার প্যানেল ব্যবহার করে খুব কম খরচেই সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে ভবিষতে প্রযুক্তির আরও উন্নতির কারণে সৌর বিদ্যুৎ হবে আরও সস্তা ও সহজ লভ্য। আগামী ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বের এক বড় অংশ জুড়ে সৌর বিদ্যুৎ এক অন্যতম শক্তির উৎস হয়ে উঠবে। আর এই সৌরশক্তি পরিবেশ ও জলবায়ুর উপরে ফেলবে তার ইতিবাচক প্রভাব।

Back to top button