নিউজআন্তর্জাতিক

হোয়াইট হাউসের ভেতরটা কেমন? দেখেনিন অন্দরমহলের ছবি ও বর্ণনা

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে হয়ে গেলো ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচনে বিজয়ী হওয়ার পর আর কিছুদিন পরেই হোয়াইট হাউসের অধিপতি হওয়ার পথে পা বাড়াবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৮০০ সালে প্রথিতিয়ত হওয়ার পর এই হোয়াইট হাউসে অধিপতি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সকল প্রেসিডেন্ট।

আমরা বাইরে থেকে এই হোয়াট হাউস একাধিকবার দেখেছি। কিন্তু এর অন্দর মহলটা কেমন ?মার্কিন প্রেসিডেন্টদের বেডরুম অথবা ড্রয়ইং রুম কেমন ? আর কোথায় বা গোপন বৈঠক ও বিনোদন কেন্দ্র ? তা সম্পর্কে প্রশ্ন জেগে ওঠে পিনাকের কৌতূহলী মনে। তাই এবার আপনাদের জন্য থাকছে ছবি ও বর্ণনা।

শুরুটা তবে শুরু হোক হোয়াইট হাউসের ওয়েস্ট উইং দিয়েই। ওয়েস্ট উইংয়ের চারতলা এই ভবনে রয়েছে প্রেসিডেন্টের কিছু গুরুর্ত্বপূর্ণ রুম। আর এই রুম গুলি হলো প্রেসিডেন্টস রুম, ওভাল অফিস ও কেবিনেট রুম। আগে এই প্রেসিডেন্ট রুমে ছিল সেক্রেটারি দপ্তর ও প্রেসিডেন্টের দপ্তর তবে বর্তমানে এই ঘর গুলো খাবারের ঘর অথবা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করা হয়।

এরপর হোয়াট হাউসে রয়েছে একটি ওভাল আকৃতির অফিস যা প্রেসিডেন্টের প্রধান দফতর। প্রেসিডেন্ট দফতরের জানালার কাঁচ গুলো সম্পূর্ণটাই বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরী করা হয়েছে। আর এই রুমের আসবাব পত্র ও সজ্জা প্রতি বছর প্রেসিডেন্টের পছন্দ অনুযায়ী করা হয়।

ওভাল অফিসের বাইরে রয়েছে রোজ গার্ডেন যেখানে হোয়াইট হাউসের বিশেষ অনুষ্ঠান ও অথিতিদের আপ্যায়নের জন্য ব্যবহার করা হয়।

হোয়াইট হাউসের প্রেসিডেন্ট রুমের পাশে রয়েছে কেবিনেট রম সেখানে প্রেসিডেন্ট তার মন্ত্রী সভার সাথে বৈঠক করেন। কেবিনেট রুমের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট সবসময় সকলের মাঝখানে বসেন।

 

হোয়াইট হাউসের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সিচুয়েশন রুম। প্রেসিডেন্ট যখন কোনও সমস্যার মুখোমুখি হন তখন তিনি এই রুম এ আসেন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার জন্য। আর এই বিশেষ রুম টি পরিচালনা করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মীরা।

হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাংবাদিকদের সাথে কথা বলেন।হোয়াট হাউসের এক্সিকিউটিভ

রেসিডেন্স -এর রুম গুলি সবুজ, নীল ও লাল রং দিয়ে রাঙানো। রুম গুলিকে তার রং হিসেবে ডাকা হয়।

আর সেই ভবনের তৃতীয় তলায় রয়েছে প্রেসিডেনশিয়াল বেডরুম স্যুইট।এখানে প্রেসিডেন্ট ও আমেরিকার ফাস্ট লেডির ব্যক্তিগত সবার ঘর রয়েছে। আর তার পাশেই রয়েছে আরও একটি শনিবার ঘর ও সাজসজ্জার ঘর।

Back to top button