নিউজকলকাতারাজ্য

দক্ষিণ বঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা

ঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফত। বাতাসে আদ্রতা বাড়ার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে,যা চলবে রবিবার পর্যন্ত।

দক্ষিণ বঙ্গের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তাছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সিকিম,ওড়িশা,আন্দামান ও নিকোবর, কেরল, অসম, মেঘালয়, কর্ণাটক, কঙ্কন ও গোয়াতে।

বুধবার দুপুর থেকেই মেঘে ঢাকতে শুরু করে আকাশ পাশাপাশি শোনা যায় মেঘের গর্জন । সকালের শুরুতে রোদের মুখ দেখলেও তা পরে মেঘে মেঘে ঢেকে যাচ্ছে।। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ দক্ষিণবঙ্গে বৃস্টি হলেও বাতাসে আদ্রতার কারণে বৃষ্টির শেষে তা আবার অস্বস্তিতে পরিণত হবে।

Back to top button