H.S Result: উচ্চমাধ্যমিকের মার্কশিটে নতুন চমক, QR Code স্ক্যান করলেই মিলবে সমস্ত তথ্য

উচ্চ মাধ্যমিকের ফলাফলে এবার নতুন চমক। মার্কশিট ও সার্টিফিকেটে বিশেষ বৈশিষ্ট্য যোগ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার প্রকাশ হল ২০২৩-এর উচ্চ মাধ্যমিকের ফল। ফল প্রকাশের সময় সংসদ সভাপতি জানিয়েছেন, এবছর প্রথমবার মার্কশিট ও সার্টিফিকেটে থাকছে কিউ আর কোড। সেই কোডের মধ্যেই থাকছে পরীক্ষার্থীদের একাধিক তথ্য। অর্থাৎ কোড স্ক্যান করলেই সহজেই বেরিয়ে আসবে তথ্যগুলি।
কোডের মধ্যে থাকছে, পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ইন্সটিটিউশন কোড, মোট প্রাপ্ত নম্বর ও গ্রেড।
প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিকে পাশের হার বেড়ে হয়েছে ৮৯.২৫ শতাংশ। গতবার এই হার ছিল ৮৮ শতাংশ। আজ সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য।
চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা চলে ২৭ মার্চ পর্যন্ত। এবার বিজ্ঞান, বাণিজ্য ও কোলা বিভাগ মিলিয়ে মোট ৮ লক্ষ পড়ুয়া উচ্চ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে। এবার ৫৭ দিনের মাথায় প্রকাশ করা হলো উচ্চমাধ্যমিকের ফলাফল।
মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকেও জেলার জয় জয়কার। পাশের হারে বিচারে ফের কলকাতাকে টেক্কা দিলো জেলা র স্কুল গুলো। পাশের হারে সবার উপরে রয়েছে পূর্ব মেদিনীপুর ৯৫.৭৫ শতাংশ। সেই তালিকায় ১০ স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় পাশের হার ৯০ শতাংশের বেশি।
এ বছর উচ্চমাধ্যমিকে ১০ টি জেলায় পাশের হার ৯০ শতাংশ পেরিয়ে গেছে। এবারের উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভরাংশু সর্দার। তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসেবে ৯৯.২ শতাংশ।