নিউজ

H.S Result: উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার , শুভেচ্ছা জানাচ্ছে সকলে

উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় এবার প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন মোট ৮৭ জন ছাত্র ছাত্রী। সবার প্রথম স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভরাংশু সর্দার, তার প্রাপ্ত নম্বর ৪৯৬। ৪৯৫ পেয়ে দ্বিতীয় হয়েছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল ও উত্তর দিনাজপুরের আবু সানা। এরপর ৪৯৪ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তমলুকের চন্দ্রবিন্দু মাইতি , বালুরঘাটের অনুসূয়া সাহা ও আলিপুর দুয়ারের পিয়ালী দাস।

প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিকে পাশের হার বেড়ে হয়েছে ৮৯.২৫ শতাংশ। গতবার এই হার ছিল ৮৮ শতাংশ। আজ সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য।

চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা চলে ২৭ মার্চ পর্যন্ত। এবার বিজ্ঞান, বাণিজ্য ও কোলা বিভাগ মিলিয়ে মোট ৮ লক্ষ পড়ুয়া উচ্চ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে। এবার ৫৭ দিনের মাথায় প্রকাশ করা হলো উচ্চমাধ্যমিকের ফলাফল।

মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকেও জেলার জয় জয়কার। পাশের হারে বিচারে ফের কলকাতাকে টেক্কা দিলো জেলা র স্কুল গুলো। পাশের হারে সবার উপরে রয়েছে পূর্ব মেদিনীপুর ৯৫.৭৫ শতাংশ। সেই তালিকায় ১০ স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় পাশের হার ৯০ শতাংশের বেশি।

এ বছর উচ্চমাধ্যমিকে ১০ টি জেলায় পাশের হার ৯০ শতাংশ পেরিয়ে গেছে। এবারের উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভরাংশু সর্দার। তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসেবে ৯৯.২ শতাংশ।

Back to top button