নিউজ

‘আমার বউকে ফিরিয়ে দাও’-এবার বউ-এর জন্য অনশনে বসলেন বিবাহিত যুবক

সাম্প্রতিক সময়ে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনের খবরে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। আর এবার প্রেমিকা নয় বৌকে বাড়ি নিয়ে যেতে চাওয়ার দাবিতে অনশনে বসলেন এক বিবাহিত যুবক।

জানাগেছে রেজিস্ট্রি করা স্ত্রীকে আটকে রেখেছে তার শশুর বাড়ির লোক। তাই স্ত্রীকে ফেরত চেয়ে তিনি বসেছেন অনশনে। আর এই বিষয় নিয়েই এলাকায় শুরু হয়েছে তোলপাড়। আর এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণ ঘাটায়।

সতাহনীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে নদিয়ার বিরহিপাড়ার বাসিন্দা বাবু মল্লিকের বয়স ২৮। তার সাথে দীর্ঘদিন ধরে সোনাখালী গ্রামের বাসিন্দা সংগীত ঘোষের ছিল প্রেমের সম্পর্ক। কিন্তু সংগীতার পরিবার তাদের এই মেলামেশা মেনে নেয়নি।

এবার ওই যুবক সংবাদ মাধ্যমকে দাবি করে জানায় যে গত আগস্ট মাসে তারা তাদের পরিবারকে না জানিয়েই রেজিস্ট্রি করে ফেলেছেন। তাদের মালা-বদল হয়ে গেলেও বাকি ছিল সিঁদুর পড়ানো। কারণ তাদের দুজনের মনে আশা ছিল তাদের রেজিস্ট্রি ও মালাবদলের বিষয়টি মেনে নেবে তাদের পরিবার। তাই তারা সামাজিক বিবাহ বন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঘটে গেছে ভাবার বিপরীত অবস্থা।

এরপর সংগীতার পরিবারের সদস্যরা তাদের দুজনের রেজিস্ট্রির বিষয়টি জানার পর এক পর্যায়ে সংগীতাকে গৃহবন্দী করে রেখে দেয়। কিন্তু প্রথম প্রথম লুকিয়ে সেই তরুণী বাবু কে ফোন করতেন। তবে বেশ কিছুদিন ধরে তা হঠাৎ করেই বন্ধ।

তাই বাবু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়ে পড়েছেন দিশেহারা। তাই স্ত্রীকে ফিরে পেতে তিনি বেছে নেন অনশনের রাস্তা। এরপর আজ ,সোমবার ভোরের আলো ফুটতেই সেই যুবক বেশ কিছু প্ল্যাকার্ড ও রেজিস্ট্রির নথি নিয়ে সোনাখালী গরমের শশুড়বাড়িতে হাজির হন।

আর শশুর বাড়ির সামনেই অনশনে বসে যান এই যুবক। তার প্লাকার্ডে লেখা আছে ‘আমার বউকে ফিরিয়ে দাও।’বাবু অভিযোগ করে জানায় যে তার স্ত্রীকে জোর করে বাড়িতে আটকে রাখা হয়েছে ও তাকে ভুল বোঝানো হয়েছে। তাই সে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন স্ত্রী কে না নিয়ে তিনি বাড়ি ফিরবেন না।

অপরদিকে জামাইয়ের অভিযোগ মানতে নারাজ সংগীতার বাড়ির লোকেরা। তারা জানিয়েছে মেয়ে এখন বাড়িতে নেই। সে আত্মহত্যার চেষ্টা করছিলো। তাই মেয়ের মন ভালো করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েসহ আত্মীয়র বাড়িতে।

Back to top button