বাড়িতে বসেই হাতে পেয়ে যান রঙিন ভোটার কার্ড, জেনে নিন আবেদনের সহজ পদ্ধতি

পরিবর্তনের এই যুগে ভোটার কার্ডেও নিয়ে আসা হয়েছে বড় পরিবর্তন। এবার থেকে আর সাদা -কালো নয় হাতে পেয়ে যাবেন সম্পূর্ণ রঙিন ভোটার কার্ড। বর্তমানে পরবর্তীতে হয়ে অনেক সরকারি নথিপত্রই হয়ে গেছে রঙিন। আর এবার সেই রঙিন সরকারি নথির তালিকায় চলে এলো রঙিন ভোটার কার্ড। নতুন এই ভোটার কার্ডটি হবে অনেকটা প্যান কার্ডের মতোই দেখতে। সেই সাথে প্রতিটি ভোটার কার্ডে থাকবে বার কোড।
নতুন এই ধরণের কার্ডকেই বলা হয় পলি ভিনাইল ক্লোরাইড (পিভিসি) কার্ড।এটি থাকে সিনথেটিক প্লাস্টিক পলিমারের তৈরী। তাই কিছুদিন পরেই আসছে বিধানসভা ভোট আর তার আগেই বদলে ফেলুন আপনার ভোটার কার্ডটি।
আর এই নতুন রঙিন ভোটার আইডি কার্ড পেতে আপনি বাড়িতে বসেই করতে পারেন আবেদন। আপনি সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে (https://www.nvsp.in ) করতে পারেন আবেদন। এই পোর্টালে গিয়ে আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে। আর সেই ফর্মের সাথে বয়সের শংসা পত্র ও ঠিকানার প্রমান পত্র আপলোড করতে হবে সেই সাথে আপনাকে নতুন একটি রঙিন ছবি আপলোড করতে হবে। সমস্ত তথ্য ও আপলোড প্রক্রিয়া শেষ হলেই আপনাকে সেন্ড করতে হবে।
বয়স প্রমাণের জন্য আপনি এখানে জন্ম শংসাপত্র, মার্কশিট, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স (ডিএল) বা আধার কার্ডের অনুলিপি আপলোড করতে পারেন। এছাড়া ঠিকানা প্রমাণের জন্য, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, ভাড়া চুক্তি, বিদ্যুতের বিল, গ্যাস সংযোগের অনুলিপি দিতে পারেন। যাহ্রাও আপনি যদি আপনার ভোটার কার্ড সংশোধন করেন তাহলেও আপনি পাবেন রঙিন একটি ভোটার কার্ড।