নিউজ

দিল্লি দাঙ্গায় পাওয়া গেলো ISI যোগ, চাঞ্চল্যর দাবি করলো পুলিশ

এক বছর আগেই সংসদ ভবনে পাশ হওয়া CAA বিল ও NRC নিয়ে দিল্লি হয়ে উঠেছিল উত্তাল। বহু মানুষ নেমে এসেছিলো দিল্লির রাজপথে বিক্ষোভ প্রদর্শনের জন্য। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ আকার নেয় হিংসায়। বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উদ্যেশে ছুড়ে আসে গুলি ছোড়া হয় পাথর। গ্রেফতার হয় একাধিক বিক্ষোভকারী। তারপর তা ক্রমশ আকার নেয় দাঙ্গার।

তবে এবার সেই দিল্লি দাঙ্গা নিয়ে উঠে এলো নতুন তথ্য। সম্প্রতি দিল্লি পুলিশ দাবি করে জানিয়েছে CAA ও NRC -র বিরোধিতার আড়ালে ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর বড় ষড়যন্ত্র। তাদের পক্ষ থেকে দাবি করে জানানো হয়েছে দিল্লিতে দাঙ্গা বাধানোর জন্য খালিস্থানের সমর্থকদের আর্থিক সাহায্য করেছিল আইএসআই।

তদন্তকারী অফিসাররা তাদের চার্জশিটে দাঙ্গার পেছনে উস্কানি ও বাইরে থেকে আর্থিক সাহায্য জোগানোর কথা উল্লেখ করেছে।

Back to top button