নিউজরাজ্য

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন বিখ্যাত কবি শঙ্খ ঘোষ, শোকের ছায়া নেমে এলো সাহিত্য জগতে

“সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা!
বেঁচে ছিলাম ব’লেই সবার কিনেছিলাম মাথা
আর তাছাড়া ভাই
আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে
নতুন সমাজ, চোখের সামনে বিপ্লবে বিপ্লবে”

চলে গেলেন যিনি কলকাতাকে দেখিয়েছিলেন। চলে গেলেন যিনি কবিতা এঁকে দিয়েছিলেন মানুষের মনে।

সাহিত্য জগতের একজন সেরা কবি শঙ্খ ঘোষ। সকলকে কাঁদিয়ে ছেড়ে চলে গেলেন এই বিখ্যাত কবি। চিরনিদ্রায় চলে গেলেন তিনি না ফেরার দেশে। করোনা প্রাণ কেড়ে নিল কবিতা জগতের এই শিল্পীর। শিল্পী মহল থেকে সাংস্কৃতিক মহল, সব জায়গায় শোকের ছায়া।

কবি শঙ্খ ঘোষ বেশ কয়েকদিন থেকেই জ্বরে ভুগছিলেন। অবশ্য জ্বরও বেশি ছিল না। গত সপ্তাহে কবি করোনা পরীক্ষা করিয়েছিলেন। ১৪ এপ্রিল রিপোর্ট আসে করোনা পসিটিভ। তিনি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। তার পাশাপাশি বয়সও বেড়ে গেছে। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি।

কিন্তু শেষ রক্ষা হল না। তিনি আর সকলের মাঝে নেই। চলে গেলেন এই বিখ্যাত কবি নব্বই ছোয়ার আগেই কবি ইহজগতের ময় ত্যাগ করলেন। মৃত্যুকালে কবির বয়স ছিল ৮৯ বছর। কবি হাসপাতালের বেড়ে শুয়ে থাকতে চাননি। তাই বাড়িতেই চলতে থাকে চিকিৎসা। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই শরীরের অবনতি ঘটতে শুরু করে। তারপরেই কবিকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও কোনো ফল পাওয়া গেল না। কবি নিজের বাড়িতেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

Back to top button