নিউজ

ব্যর্থ ক্যারিয়ার, বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই বলিউড নায়িকা

একসময় বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।করেছেন সিনেমা।জানেন কি, কে এই নায়িকা? তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিম শর্মা।যিনি ‘মহব্বত’ সিনেমায় সঞ্জনা চরিত্রে অভিনয় করেছিলেন।বলিউডে মোট ১৮টি সিনেমায় অভিনয় করেছেন কিম। যার মধ্যে ৩টি ছবি এখনো ভুলতে পারেননি দর্শক।

জন্ম মহারাষ্ট্রে। একদিন তিনি দিল্লি ঘুরতে গিয়ে হঠাৎ অভিনয় করার সুযোগ পান। তবে সেই সুযোগটি হাত ছাড়া করেননি কিম।তখন থেকেই যাত্রা শুরু এই নায়িকার।সেই সঙ্গে একের পর এক প্রেম। তিনি নাকি ২০০৩সালে জকি যুধিষ্ঠিরের সঙ্গে প্রেম করেন। এরপর ২০০৪সালে যুবরাজ সিং। শুধু তাই নয়, অনেক ভারতীয় ক্রিকেটারের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন কিম। তবে কাউকেই বিয়ে করতে রাজি ছিলেন না ।

এমনকি শোনা যায়, স্পেনের বিখ্যাত গায়ক কার্লোস মারিনের সঙ্গে নাকি কিমের এনগেজমেন্টও হয়েছিল।কিন্তু বিয়ে হয়নি। এরপর এক ব্যাবসায়ীকে বিয়ে করেন। কিন্তু কয়েকবছর পর ডিভোর্স হয়ে যায়। এরপর নাকি অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন। শুধু তাই নয়, অর্জুন খান্নার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বলেও শোনা যায়।

Back to top button