ধর্ণায় বসতে চলেছে বাংলার চাষিরাও, রক্ত দিয়ে চিঠি লেখার হুঁশিয়ারি

সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গেছে নতুন কৃষি বিল। বিরোধীদের বিরোধ থাকা সত্ত্বেও ধ্বনিভোটেই পাশ হয়ে যায় এই বিল। আর এই বিল পাশ হওয়া নিয়ে তৈরী হয়েছে বিভিন্ন রাজনৈতিক লড়াই। আর সেই লড়াইয়ে কোথাও কোথাও দেখা গিয়েছে কৃষকদের শামিল হতে। বিশেষ করে পাঞ্জাবের কৃষকরা নতুন এই কৃষি বিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বেশি।
সম্প্রতি রাজ্যসভায় পাশ হয়েছে কৃষি বিল। বিরোধীরা মনে করছেন এই বিলের ফলে কৃষকরা নানান সমস্যায় পড়তে পারেন। আর বিলের বিরোধিতায় দেশের একাংশ কৃষক পুরো দেশজুড়ে বনধের ডাক দিয়েছে। সেই বনধকে সমর্থন জানিয়েছে বাংলার কৃষকরাও।
কৃষি বিলের প্রতিবাদে শুক্রবার ভারত বনধের ডাক দিয়েছে দেশের অধিকাংশ কৃষক। এই সমর্থনে পশ্চিমবঙ্গেও কৃষকদের ধর্ণা কর্মসূচি রয়েছে। আজ ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসবে তৃণমূলের কিষান খেতমজুর সংগঠন। এছাড়াও অন্যরা জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করবে।
সংগঠনের সভাপতি বেচারাম মান্না এই মর্মে বলেন, ‘আমরা অন্তত ৪-৫ হাজার কৃষক নিয়ে কলকাতায় যাবো। প্রয়োজনে আমরা রক্ত দিয়ে পোস্টার লিখে প্রতিবাদ জানাবো। প্রসঙ্গত, এই বিলের প্রতিবাদে করতে গিয়ে সাসপেন্ড হয়েছে বাংলার ৮ জন সাংসদ। তাঁরাও এই কৃষি বিলের তীব্র বিরোধিতা
চালিয়ে যাচ্ছে।