নিউজদেশ

ভারতীয় ৫ জনকে অপহরণের দায় চীনা সেনার দাবি কংগ্রেস বিধায়ক নিনং ইরিং এর

লাদাখে ভারত-চিন সীমান্তে বিবাদ লেগেই চলছে । করোনার এই ভয়াবহ পরিস্থিতিকে কাজে লাগিয়ে চিনা আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। সীমান্তে কড়া নজর রেখেছে ভারতীয় সেনা। তারই মধ্যে অরুণাচল প্রদেশ থেকে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণ করেছে চিনা সেনা, এমনটাই অভিযোগ করেছেন অরুণাচলের কংগ্রেস বিধায়ক নিনং ইরিং।

বিধায়কের দাবি শুক্রবার সুবনসিরি জেলার নাচোয জঙ্গলে শিকার করতে যান পাঁচ নাগরিক। সেখান থেকেই তাদের অপহরণ করেছে চিনা সেনা। এমনকি এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অবিলম্বে প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি।

বিধায়ক ইরিং এ বিষয়ে জানিয়েছেন ,’ লাদাখ-চিন সীমান্ত থেকে ভারতের নজর সরানোর জন্য এখন অরুণাচল প্রদেশেকে টার্গেট করেছে লাল ফৌজ। অরুনাচলে এমন কাণ্ড ঘটিয়ে ভারতীয় সেনার নজর কাড়তে চাইছে চিনা সেনা। এ ব্যাপারে অবিলম্বে চিনকে কড়া জবাব দেওয়া প্রয়োজন।’ এভাবেই কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য বার্তা দিয়েছেন কংগ্রেস বিধায়ক।এখন কেন্দ্রীয় সরকার এর পরিপ্রেক্ষিতে কেন রকম প্রতিক্রিয়া নেয়নি।

Back to top button