নিউজ

CBI এর থাপ্পড় এর সাম্মুখুন রিয়া ,খুশি সুশান্ত ফ্যানেরা

সুশান্তের মৃততুর পর সিবিএর তদন্ত চলছে,কিন্তু CBI রিয়ার মন্তব্যে খুশি নন, ইতিমধ্যে রিয়া চক্রবর্তীকে সিবিআই জেরাও করেছেন।রিয়া বিভিন্ন বার বিভিন্ন ভাবে মন্তব্য করেছেন,এই রকম বিভিন্ন মন্তব্যে CBI খুই নন ,

কিন্তু সিবিআই তার রিপোর্ট পেশ করছে ততক্ষন পর্যন্ত কোনো কিছুই সঠিক ভাবে জানা যাচ্ছে না। তবে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে রিয়ার দিন ঘনিয়ে আসছে। শুধুমাত্র রিয়া নয়, রিয়ার সঙ্গীসাথীরাও খুব শিগগিরি সিবিআই এর জালে ধরা পড়বে। ঠিক এরই মাঝে সুশান্তের বেশ কিছু ভক্তের ট্যুইট বেশ ভাইরাল হয়। চলুন জানা যাক কি লেখা ছিল সেই ট্যুইটে?

ট্যুইট করে অনেকেই লেখেন, “রিয়া চক্রবর্তীকে থাপ্পড় মেরেছেন নূপুর প্রসাদ নামের এক আইপিএস অফিসার।” উল্লেখ্য এই নূপুর প্রসাদ এই তদন্তের প্রধান। যিনি নিজে রিয়াকে জেরা করেছেন। তাই কিছু মানুষের ধারণা রিয়া হয়তো সাপটে চড় খেয়েছেন সিবিআই এর প্রধানের কাছে। অনেকে লিখেছেন, ‘কলিজে ঠাণ্ডা হল এতদিনে রিয়া চড় খেল।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল করেছে সুশান্তের ফ্যানেরা। তবে যতক্ষণ পর্যন্ত না কোনও প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষন এই খবরকে ভুয়ো বলেই মেনে নেওয়া হচ্ছে।

Back to top button