
বলিউডের অন্যতম সুপারস্টার অভিনেত্রী হলেন রেখা। আজ থেকে ৩০ বছর আগেই এই অভিনেত্রীর স্বামীশিল্পপতি মুকেশ আগারওয়াল করেছিলেন আত্মহত্যা। রেখার স্বামী সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করেছিলেন রেখারই ব্যবহার করা ওড়না নিয়ে। আর সেই মৃত্যুর জন্য অভিযোগের তীর উঠেছিল রেখার দিকেই।
৩০ বছর বাদে যেন সেই একইরকম ঘটনার পুনরাবৃত্তি হলো। গত ১৪ জুন সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং। আর সেই অভিনেতার মৃত্যুর জন্য অভিযোগের তীর উঠেছে তার প্রেমিকা ও বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুধ্যে।
আজ থেকে ৩০ বছর আগের ও পরের দুটি ঘটনাকে তুলে ধরে রেখার জীবনের সাথে রিয়া চক্রবর্তীর জীবনের মিল তুলে ধরেছেন গায়িকা চিন্ময়ী শ্রীপদ। আর তার করা পোস্ট নিয়েই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।
সেই পোস্টে রেখার আত্মজীবনী ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি-র উদ্ধৃতি তুলে ধরে বলেছেন ‘‘মুকেশ আগারওয়াল আত্মঘাতী হওয়ার পর গোটা ভারতে রেখাকে ম্যানইটার নারী বলে তুলে ধরা হয়েছিল। মুকেশের মা বলেছিলেন, রেখা তার ছেলেকে গিলে ফেলেছে। রেখা আসলে মানবী নয়, ডাইনি।’
মুকেশের ছোট ভাই অনিল গুপ্তের অভিযোগ ছিল, তার দাদা রেখাকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। কিন্তু রেখা ভালোবেসেছিল মুকেশের টাকা। কত টাকা চায় রেখা?’
ঠিক এখনকার মতো সে সময়ও বলিউড দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। কেউ কথা বলেছিলেন রেখার পক্ষে, কেউ বিপক্ষে। ঠিক এখন যেমনটা সুশান্তের মৃত্যুর ঘটনায় তার বান্ধবী রিয়াকে দোষারোপ করার ক্ষেত্রে হয়েছে, হচ্ছে। কেউ রিয়ার পাশে দাঁড়াচ্ছেন, কেউ বা তাকে দোষারোপ করছেন।
ওই সময় ব্যাপক মিডিয়া ট্রায়ালের সামনেও পড়েন রেখা। সেই ঘটনাকে স্মরণ করে গায়িকা চিন্ময়ী শ্রীপদ বলেছেন, ‘৩০ বছর পর একই অবস্থার অ্যাকশন রিপ্লে। সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়াকে ডাইনি সাজানো হচ্ছে। চলছে ব্যাপক মিডিয়া ট্রায়াল।’
তিনি আরও বলেন, ‘রেখা এবং রিয়া দুজনেই ভালোবাসার মাশুল দিয়েছেন, দিচ্ছেন। দুজনেই বিত্তশালী পুরুষকে ভালোবেসেছিলেন। দুই পুরুষই মানসিক অস্থিরতার শিকার ছিলেন। রেখা এবং রিয়া দুজনেই অপরাধের কাঠগড়ায় উঠেছেন। এটাই আফসোসের।’