বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি IPL এর প্রস্তুতি দেখতে আজ যাচ্ছেন দুবাই। এবছর আইপিএল অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ের মাটিতে। আর সেখানেই আইপিএল এর সমস্ত ব্যবস্থাপনা কেমন হচ্ছে,তা দেখতেই দুবাই উড়ে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি।
কলকাতা থেকে দুবাই যাওয়ার আগে নিয়মমতো করোনা পরীক্ষা করা হয় সৌরভ গাঙ্গুলী সেই পরীক্ষার নেগেটিভ এসেছে। এছাড়াও দুবাই পৌঁছে বিমানবন্দরেই সৌরভ গাঙ্গুলির করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার নেগেটিভ আসার পর হোটেলে যেতে পারবেন তিনি সেখানে দুই দিন আইসোলেশনে থাকার পর করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই তিনি হোটেলের বাইরে যেতে পারবেন।
সব ঠিকঠাক থাকলে আইসোলেশন কাটিয়ে সরাসরি চলে যাবেন দুবাই এবং শারজায়। সেখানে গিয়ে সমস্ত প্রস্তুতি দেখবেন তিনি । আগামী 19 শে সেপ্টম্বর আইপিএলের উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি। তার পরেই তিনি ফিরে আসবেন কলকাতায়। সৌরভ গাঙ্গুলির সঙ্গে আছে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্তা।