আগামী ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সারণিও বানাতে মধ্যপ্রদেশ বিজেপি প্রস্তুতি নিচ্ছে ।মোদির জন্মদিনের ওই সপ্তাহকে বিজেপি সেবা সপ্তাহ রুপে পালন করবে। এই সপ্তাহে ৭০টি বিশেষ কাজ করা হবে বলে জানা যায়।১৪ থেকে ২০সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সেবা কাজের আয়োজন করা হবে।এই সপ্তাহে প্রত্যেকটি মণ্ডলে ৭০ জন করে দিব্যাংগদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক উপকরণের বিতরণ,৭০জন গরীবকে চশমার বিতরণ,৭০গরীব বস্তি এবং হাসপাতালে ফল বিতরণ,৭০করোনা রোগীকে প্লাজমা ডনেশন,রাজ্যের যুব মোর্চা দ্বারা ৭০টি রক্তদান শিবিরের আয়োজন,প্রত্যকে বুথে ৭০টি বৃক্ষরোপণ এবং সেগুলোকে সংরক্ষণের জন্য সংকল্প নেওয়া হবে।
এর সাথে করা হবে প্রতিটি জেলার ৭০ টি গ্রামে স্বচ্ছতা অভিযান এবং প্লাস্টিক মুক্তির সংকল্প গ্রহণ, প্রত্যেক জেলার জেলা অফিসে ৭০ টি সার্বজনীন স্বাথে স্বচ্ছতা কাজ,প্রধানমন্ত্রী দ্বারা করা কাজে ৭০ স্লাইডের প্রেশেন্টেশন করা হবে।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জয়ন্তী ২৫ সেপ্টেম্বর থেকে’‘আত্মনির্ভর ভারত” এর সংকল্পকে জনতার কাছে পৌঁছে দেওয়ার অভিযান শুরু করা হবে।এই অভিযান গান্ধী জয়ন্তী ২ অক্টোবর পর্যন্ত চলবে।এই সময়ে আত্মনির্ভর ভারতের থিমে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। আরেকদিকে,মহত্মা গান্ধীর জয়ন্তী ২অক্টোবরে মহত্মা গান্ধীর সিদ্ধান্ত স্বদেশী, খাদি,স্বাবলম্বী তথা স্বচ্ছতার বিষয়ে কার্যক্রম চালানো হবে বলে জানা যায় ।
এই সব কাজ গুলোকে সম্পন্ন করার জন্য মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি একটি সমিতি গঠন করেছেন। এই সমিতিতে থাকছেন রাজ্যের মন্ত্রী সমেত রাজ্যের বিভিন্ন বিশিষ্ট নেতার।