নিউজ

BigNews: বিপুল পরিমাণ ইলিশ ধরা দিল মৎস্যজীবীদের জালে, বাজারে মিলবে খুব শিগ্রই

খাদ্যরসিক বাঙালিদের জন্য সুখবর! ইলিশের মরসুম শুরু হয়েছে, এবং মাছ ধরা খুবই ভাল হচ্ছে। মৎস্যজীবীরা জালবন্দি করেছেন প্রচুর ইলিশ, এবং মাছগুলি বাজারে সস্তায় পাওয়া যাচ্ছে। তবে, মিঠে জলের ইলিশের সংখ্যা এখনও কম, তাই দাম কিছুটা বেশি। তবে, মৎস্যজীবীরা আশা করছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই মিঠে জলের ইলিশের সংখ্যা বাড়বে, এবং দাম কমবে।

মৎস্যজীবীদের দাবি, এখনও পর্যন্ত বাজারে এসেছে দু’হাজার টন ইলিশ মাছ। ইলিশ শিকারে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল প্রায় আড়াই হাজার ট্রলার। প্রথমে ৪০০ টন ইলিশ ঢোকে। রবিবার এসেছে আরও প্রায় ২০০ টন ইলিশ।

কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতির কথায়, “জলের স্রোত বাংলাদেশ থেকে ভারতের দিকে বয়ে চলেছে। তাতে ইলিশের ঝাঁক এদিকে বেশি আসছে। বৃষ্টিও ভাল হচ্ছে। সঙ্গে বইছে পুবালি বাতাস। সব মিলিয়ে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এখন ইলিশ ধরার ক্ষেত্রে। তবে আরও বেশি পরিমাণ মাছ উঠবে। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী কয়েকদিনে আরও ইলিশ জালে বন্দি হবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। যা আগামী ৩–৪ বছর ধরে চলা ইলিশের খরা কাটাতে সক্ষম হবে।”

Back to top button