বিতর্কিত কর্মকান্ড ও রবীন্দ্র সংগীতের মতো নানা বিষয় বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রোদ্দুর রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীকে অবমাননা করার কারণে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবমাননা করা হয়েছে বলে তৃণমূল সমর্থকরা রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের করেন।
সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে অশালীন ভাষায় আক্রমণ সেই সাথে অভিষেক ব্যানার্জি সম্পর্কে অশ্রাব্য শব্দ প্রয়োগ। আর সেই কারণেই ফের আইনি জটে জড়িয়ে পড়লেন বিতর্কিত গায়ক রোদ্দুর রায়।
এক তৃণমূল নেতা ৩ জুন চিত্পুর থানায় দায়ের করেছেন এফআইআর। সেই এফআইআরে অভিযোগ করে লেখে হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেশ ছড়াচ্ছেন রোদ্দুর রায়। পুলিশ জানিয়েছে তারা বিষয়টি ক্ষতিয়ে দেখে বিতর্কিত ওই গায়কের বিরুধ্যে পদক্ষেপ গ্রহণ করবে তবে এই বিষয়ে এখনো রোদ্দুর রায়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।