নিউজবাজারদরলাইফস্টাইল

হাসি ফুটতে চলছে বাঙালির মুখে,মরশুম শেষের আগে টন টন ইলিশ আসছে বাজারে

দীর্ঘ দিন লকডাউনের কারণে খুশি নেই বাঙালির মনে ।কিন্তু আনলক শুরু হয়েছে।তাও বাজারে গিয়ে সেই মুখে হাসি নেই বাঙালির।কারণ, মরশুম শেষ হতে চলছে তও দেখা নেই ইলিশের । যা ইলিশ আছে তা ধরাছোঁয়ার বাইরে। তবে মরশুম একেবারে শেষ হযার আগেই বাঙালিদের জন্য সুখবর নিয়ে এসেছে মৎস্যজীবীরা। প্রায় ৩৫০০ টন ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে।

ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সম্পাদক বিজন মাইতি জানায়, দীর্ঘ দিনের দুর্যোগের ফলে মৎসজীবীরা মাছ ধরতে না পারায় একটু চিন্তা ছিল। তবে পাঁচ হাজারের বেশি ট্রলার গত ২৮ আগস্ট সমুদ্রে যাওয়ায় শুক্রবার অবধি ৩৫০০ টনেরও বেশি মাছ জালে ধরা পড়ে। মৎসজীবিরা জানিয়েছেন, ৬০০- ১,২০০ গ্রামের মাছও ধরা পরেছে। কিছুদিনের মধ্যে এইসব মাছ বাজারে চলে আসবে বলেও জানা যায় । কিছুদিন বাদে ইলিশের মরশুম শেষ হবে বলে মৎসজীবিরা চেষ্টা করছেন আরও কিছু মাছ বাজারে পৌঁছে দিতে।

টন টন ইলিশ জালে ধরা পড়ার ফলে দাম কিছুটা কমবে কিনা, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি এখনো । তবে কিছুটা হলেও কমতে পারে বলে আশা করছে খাদ্যরসিক বাঙালিরা।

Back to top button