নিউজ

পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ? জেনেনিন বিস্তারিত

করোনা জেরে পিছিয়ে যেতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে নেওয়া হতে পারে? সে ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিলো মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসেই মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক মান্না, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস এবং সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার দীর্ঘ বৈঠক করেন।

এদিনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২০২১ সালের মাধ্যমিকের সূচি আগে ঠিক করবে মধ্যশিক্ষা পর্ষদ। আর এরপরই ঠিক করা হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিকের সূচি। তবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবার পর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু করার জন্য তুলনামূলকভাবে একটু বেশি সময় বা বেশি দিন রাখা হবে। তবে কোন মাসে পরীক্ষা নেওয়া হবে তা স্কুল শিক্ষা দফতর ও শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেই ঠিক করা হবে বলে এক তথ্যানুসারে জানা গিয়েছে।

তবে এই সময় পরীক্ষা সূচি ঠিক করার আগে কতটা সিলেবাস শেষ করা গেলো এবং কতটা সিলেবাস কাটছাঁট করা প্রয়োজন এখন সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করছেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।

Back to top button