নিউজ

পশুপ্রেম: টিফিনের পয়সা জমিয়ে নতুন বছরে কুকুরদের পিকনিক করালো ১০ম শ্রেণীর পড়ুয়ারা

অভিজিৎ সাহা, নবদ্বীপ, নদিয়া,

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করল দশম শ্রেণির পড়ুয়ারা আজ 2022 এর পয়লা জানুয়ারি l প্রতি বছর এই দিনটিতে সমস্ত ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে পিক নিক করে থাকে l দীর্ঘ সাত-আট মাস ধরে পরিকল্পনা করেছিল এ বছর আমরা পিকনিক করবো না একটু অন্যরকম সামাজিক কাজকর্মের সঙ্গে নিয়োজিত হবো বলে জানাল বকুলতলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র প্রান্তিক সাহা, শুভ্রনীল গোস্বামী, শুভজিৎ চন্দ, বঙ্গবাণী ছাত্রী প্রিয়া রায়, ঈশানির বৃষ্টিক ঘোষ , অঙ্কিতা রায় স্নেহা নন্দী, কৃষ্ণ নগর ওপেন নেতাজি সুভাষ ইউনিভার্সিটি বিএ প্রথম বছরের ছাত্রী তিথির বিশ্বাস l

মোট কুড়ি জন মিলে নিজেদের পয়সা জমিয়ে পাঁচ হাজার টাকা ব্যয়ে আজ মাংস এবং ভাত রান্না করে নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকার রাস্তায় থাকা সারমেয় দের মধ্যে খাবার বিতরণ করে তাদের পিকনিক করালো l প্রতিবছর তারা পিকনিক করে থাকে কিন্তু এই পশুরা আনন্দ করতে পারেনা তাই হঠাৎ এইরকম চিন্তাভাবনা নিল ছাত্রছাত্রীরা l তারা জানাচ্ছে প্রায় তিনশো কুকুরের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে l

ভ্যান রিক্সা করে গোবিন্দ দিঘীর পাড় থেকে এই খাবার বিতরণ শুরু করা হয় তারপর কৃষ্ণ কালিতলা, বউবাজার রানি চড়া প্রাচীন মায়াপুর,পোড়ামা তলা, বউবাজার, রাধা বাজার থাকা সারমেও দের এই খাবার বিতরণ করা হয় l অনেকেই আপত্তি করছিলেন যে এইরকম এদের খাওয়া-দাওয়া না খাইয়ে নিজেরা আনন্দ ফুর্তি করো কিন্তু সেই বাধাকে অতিক্রম করে এই কুড়ি জন ছাত্র-ছাত্রী তারা এই সামাজিক কাজে লিপ্ত হল l

কোভিড পিরিয়ডে লকডাউন এর সময় প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন এই রাস্তার সারমেয়দের মধ্যে খাবার বিতরণ করতে দেখা গেছে, আজকের এই বিশেষ দিনে আনন্দ উৎসব কে বাদ দিয়ে এই দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা সামাজিক কাজে যুক্ত হতে পেরে তারা আনন্দিত l আগামীদিনের তাদের আরো অন্য অন্যরকম চিন্তাভাবনা রয়েছে বিভিন্ন সামাজিক মূলক কাজ করার জন্য l

Back to top button