নিউজ

Amitav: শুভেচ্ছা জানালেও, নতুন সংসদ ভবন নিয়ে প্রশ্ন তুললেন অমিতাভ বচ্চন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে একটি অত্যাধুনিক সংসদ ভবন উদ্বোধন করেছেন। রবিবার (২৮ মে) তিনি অর্চনা পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে নয়াদিল্লিতে সরকারি সফরে যান।

অনুষ্ঠানে লোকসভার প্রতিনিধি ওম বিড়লা এবং ট্রেড ইউনিয়ন মন্ত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের প্রধানমন্ত্রীরাও। উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই নতুন সংসদ ভবনের প্রশংসা করেছেন। কিন্তু এবার এই নতুন সংসদ ভবন নিয়ে প্রশ্ন করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

একদিকে সংসদ ভবনের প্রশংসা করেন তিনি। তার মনেও কিছু প্রশ্ন আছে, যেগুলো নিয়ে তিনি তার ব্লগেও কথা বলেছেন।

অমিতাভ লিখেছেন: ‘দেশের সংসদের নতুন ভবন খুলেছে। প্রাক্তন সাংসদ হিসেবে আমার অনেক শুভেচ্ছা। যদিও আমি জানতে চাই কেন এটির আকৃতি ঠিক এ রকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষ শাস্ত্রীয় অর্থ ঠিক কী?’

তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে এলাহাবাদ আসন থেকে সাংসদ নির্বাচিত হন অমিতাভ। কিন্তু তিন বছর পর তিনি রাজনীতি ছেড়ে দেন। এরপর থেকে তাকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি।

সূত্র- আনন্দবাজার

Back to top button