নিউজ

একদম FREE ডেটা, ধামাকা অফার দিলো এই সংস্থা, জেনেনিন বিস্তারিত

জিও ও এয়ারটেলকে বড়সড় ধাক্কা দিতে Vi নিয়ে আসলো ধামাকাদার অফার। ভোডাফোন-আইডিয়া নাম পরিবর্তন করে Vi হওয়ার সময় এই সংস্থা জানিয়েছে তারা গ্রাহকদের জন্য আরও ভালো পরিষেবা নিয়ে আসছে। এর সাথে গ্রাহকদের জন্য নতুন নতুন ভালো অফারও নিয়ে আসা হবে। আর সেই কথাই রেখেছে Vi।

এই সংস্থা গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি করে ডেটা দিচ্ছে। আর এই ডেটার ভ্যালিডিটি থাকবে ৭দিন পর্যন্ত। যেসব গ্রাহকদের ৭ দিনের জন্য ১ জিবি করে ডেটা পাচ্ছে তাদেরকে SMS করে কোম্পানি জানিয়ে দিচ্ছে। তবে মনে রাখবেন এই ফ্রি ডেটার ভ্যালিডিটি শেষ হবার আগে না ব্যবহার করলে সেই ফ্রি ডেটার অফারটি এক্সপায়ার হয়ে যাবে।

উল্লেখ্য, এর আগেও ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের মাঝে মধ্যেই ফ্রি ডেটা দিয়ে থাকতো। কিত্নু তবে জানা গিয়েছে, যারা এই সুবিধা পেয়েছে, তারা জানিয়েছে তাদের সিমে কোনও আনলিমিটেড প্ল্যান রিচার্জ করা ছিল না। আর এই কারণেই মনে হচ্ছে কোম্পানি এই অফারটি তাদেরকেই দিচ্ছে যারা ৪৯ বা এই সমস্ত কোনো অলরাউন্ডার প্লেন রিচার্জ করে থাকেন।

Back to top button