নিউজদেশ

বন্ধ হলো pubg সহ ২২৪ টি APP , চীন একদিনে ১৪০০ কেটি ডলার ক্ষতির মুখে

রাতারাতি ১১৮ টা চিনা অ্যাপ বন্ধ করেছে ভারত সরকার, ভারতের তরুনদেড় কাছে স্বাভাবিকভাবেই পাবজি বন্ধ হয়ে যাওয়া দুঃখজনক হলেও চিনের একদিনে ক্ষতি ক্ষতি হয়েছে ১৪০০ কোটি ডলা।

একদিনে শেয়ার দর ঘরটি হয়েছে ২%। গতকাল ১১৮টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত ২৭ আগস্ট দেশের কুড়ি লক্ষ মোবাইল থেকে পাবজি গেমকে নিষিদ্ধ করা হয়েছিল। এর আগেও আরও বেশ কিছু অ্যাপকে বন্ধ করেছিলো কেন্দ্রীয় সরকার।

এবার সব মিলিয়ে ভারতে মোট ২২৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হলো। এই সমস্ত অ্যাপগুলির গ্রাহক দেশে যথেষ্ট ছিল ।তাই লাদাখে যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্ত চিনকে বড়সড় ধাক্কা দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে রাতারাতি ভারতের ডিজিটাল স্ট্রাইককে আমন্ত্রণ জানিয়েছে ভারতবাসী।

Back to top button