নিউজ

ভারতীয় রেলের সাথে যুক্ত ২ লক্ষ কর্মী হারাতে পারেন তাদের কাজ

আমরা স্পেশাল ট্রেন অযাতায়াত করার সময় অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি ,এসি কামরা গুলোতে আমরা বালিশ ,তোয়ালে ,বেট কভার ইত্যাদি সুবিধা পেয়ে থাকি,আর এসবের পিছপনে থাকে বহু কর্মী ও কলকারখানা। যারা এসব তৈরীকরে ও ভালো ভাবে যত্ন সহিত রেল করতি পক্ষের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু রেল করতিপক্ষের কর্তব্য থাকে সেগুলক কে পরিষ্কার পরিস্চ্ছন্ন ভাবে যাত্রী দেড় কাছে পৌঁছে দেওয়া।এই সব করনের প্রচুর লোক নেওয়া হয়ে থাক। কিন্তু এই করোনা পরিস্থির কথা মাথায় রেখে রেল করতিপক্ষ একটি বোরো সিদ্ধান্ত গ্রহণ করে।

ভারতীয় রেলের সাথে যুক্ত আরও ২ লক্ষ কর্মী হারাতে পারেন তাদের কাজ । করোনা এই মহামারী পরিস্থিতিতে স্পেশাল ট্রেনের AC কামড়া গুলোতে কম্বল, চাদর,তোয়ালে দেওয়া বন্ধ করে দিয়েছিলো রেল কর্তৃপক্ষ।জানা যায় এবার সেই ব্যবস্থাকেই স্থায়ী করতে চলেছে রেল। ফলে এই কাজের সাথে যুক্ত বহু রেলের কর্মী , ঠিকাদার কর্মী ও এই জিনিস গুলি তৈরী করা কারখানার কর্মীরা কাজ হারাতে চলেছেনে এক সাথেই। জানা গেছে সব কর্মী মিলিয়ে সেই সংখ্যাটি হবে প্রায় ২ লক্ষের বেশি। রেলের সংগঠন গুলি ভারতীয় রেলের এই সিদ্ধান্তের বিরুধ্যে প্রতিবাদ জানাবে।

Back to top button