নিউজ

৪ বছরের প্রতিবন্ধী সন্তানকে পাঁচ তলা থেকে ছুঁড়ে ফেললেন মা!

চার বছরের শিশুকন্যাকে পাঁচ তলা থেকে ছুড়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে নারীর বিরুদ্ধে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেঙ্গালুরুর এসআর নগরে এ ঘটনা ঘটে।

ওই নারী পেশায় দন্ত চিকিত্‍সক। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মেয়ের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ওই নারী অবসাদে ভুগছিলেন।

সেই অবসাদ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন। যদিও এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েকে নিয়ে ফ্ল্যাটের বারান্দায় যান মহিলা। তার পরই ছুড়ে ফেলে দেন শিশুটিকে। এরপর ওই নারী নিজে বারান্দার রেলিংয়ে ওঠেন। কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থাকার পর ঝাঁপ দেয়ার চেষ্টা করতেই পরিবারের সদস্যরা তাকে টেনে নামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো অশান্তি হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত নারীকে উদ্ধার করে মানসিক চিকিত্‍সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Back to top button