নিউজ

সুখবর! করোনা ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধক তৈরী করে ফেললো বিজ্ঞানীরা, আশায় গোটা বিশ্ব

ওয়ার্ল্ড হেলথ অর্গানাজেশন করোনা ভাইরাসকে ইতিমধ্যেই মহামারী হিসেবে ঘোষণা করেছে।আর এরমধ্যেই আসার আলো দেখালো ইজরাইলি বিজ্ঞানীরা।সূত্র অনুযায়ী করোনা ভাইরাসের প্রতিষেধক বের করে ফেলেছে ইজরাইলের বিজ্ঞানীরা।আর খুব শিগ্রই তারা এই বিষয়ে ঘোষণা করবেন।

সূত্রের খবর অনুযায়ী ইজরাইলের ইনস্টিটিউট অফ বায়োলজিকাল গবেষণাগার ইতিমধ্যে সার্স কোভ -২ প্রতিষেধক তৈরী করার কাজ শেষ করেছে।তার আগেই এই নতুন ভাইরাসের জৈবিক গুণাবলী বোঝারপোর এই উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে।

এখনো পর্যন্ত এই ওষুধ নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা ।কিছুদিনের মধ্যে পশুদের মধ্যে এই ভাইরাসের পরীক্ষা নিরীক্ষা করার পর এই প্রতিষেধক সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজ্ঞানীরা।আর জন্য লেগে যেতে পারে আরো কয়েকমাস। তবে যেহেতু হু এই ভাইরাসকে মারণ ভাইরাস আখ্যা দিয়েছে তাই এই গবেষণার কাজ হয়তো আরো দ্রুত সম্পন্ন হবে।

Back to top button